জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চুয়াডাঙ্গার বুদ্ধিমান পাড়া থেকে শিপ্রা বেগম (৬০) নামে শীর্ষ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৭ নভেম্বর) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। শিপ্রার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫১ মামলা রয়েছে।
গ্রেফতার শিপ্রা চুয়াডাঙ্গার বুজরুকগড়গড়ি গ্রামের মৃত বাবুল রহমানের স্ত্রী।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, প্রথমে সীমান্তে চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলেন শিপ্রা বেগম। পরে মাদক ব্যবসায় যুক্ত হন। ১৯৯১ সালে প্রথম তার বিরুদ্ধে মামলা হয়। একে একে গত ৩০ বছরে তার নামে ৫১টি মামলা হয়। এসব মামলায় গ্রেফতারও হন বহুবার। ফের জামিনে বের হয়ে মাদক কারবারির সঙ্গে জড়িয়ে পড়েন তিনি।
২০১৫ সালে শিপ্রার স্বামী বাবুল মিয়া মারা যান। তিনিও একাধিক মাদক মামলার আসামি ছিলেন। তার ছেলে আলী হোসেন পাঁচ মামলার আসামি। মাদকের একটি মামলায় তিনি ৩২ বছরের সাজা ভোগ করছেন।
শিপ্রার বিরুদ্ধে ৫১ মামলার মধ্যে চার মামলায় বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে বলেও জানান ওসি।
সান নিউজ/ এমবি