জেলা প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন লিংকরোড এলাকায় ডাম্প ট্রাকের ধাক্কায় মাহমুদা আক্তার অরিন (৩৫) ও জান্নাতুল মাওয়া আতিফা (৫) নামে মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (১৭ নবেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
জানা গেছে, বিকেল সাড়ে তিনটার দিকে লিংকরোড এলাকায় একটি ডাম্প ট্রাক চলন্ত সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। এ সময় অটোরিকশার অপর দুই যাত্রী আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর থানার এসআই মাসুদুর রহমান এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সান নিউজ/ এমবি