জেলা প্রতিনিধি, বরগুনা: সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতের গুলিতে মুসা মিয়া (৩০) নামে এক জেলে নিহত হয়েছেন। এ সময় ওই ট্রলারে থাকা বেশ কয়েকজন জেলে আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বঙ্গোপসাগর সংলগ্ন পাথরঘাটার মান্দারবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জেলে পাথরঘাটার চরলাঠিমারা গ্রামের হারুন মিয়ার ছেলে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল পাথরঘাটার বাবুল ফকিরের মালিকানাধীন এফবি বাবুল ট্রলারের ১২ জন জেলে। রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ ৩০ থেকে ৩৫ জনের ডাকাত দল ট্রলারটিতে আক্রমণ চালায়। এ সময় মুসা আহমেদ নামে ওই জেলের মাথায় গুলি লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এছাড়া কয়েকজন জেলে আহত হন।
ডাকাতরা ট্রলারে থাকা বিপুল পরিমাণ মাছ, নগদ টাকা ও প্রয়োজনীয় সামগ্রী লুট করে নিয়ে গেছে।
কোস্টগার্ডের (পশ্চিম জোন) অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট লুৎফুর রহমান জানান, নিহত জেলের মরদেহ, ট্রলার ও বাকি জেলেদের উদ্ধার করে পাথরঘাটায় নিয়ে আসা হয়েছে। ধারণা করা হচ্ছে ডাকাতরা সাতক্ষীরা থেকে এসেছে।
সান নিউজ/ এমবি