জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদীর উপজেলার পাশে আড়িয়াল খাঁ নদীতে জেলের জালে বিরল প্রজাতির একটি সাকার ফিস ধরা পড়েছে।
শুক্রবার (১২ নভেম্বর) বিকেলে মাছটি ধরেন জেলে সবুজ মিয়া।
সবুজ মিয়া বলেন, ‘শুক্রবার বিকেলে জাল নিয়ে আড়িয়াল খাঁ নদীতে যাই। এ সময় কয়েকবার জাল পানিতে ফেলে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ পাই। এর মধ্যে অদ্ভুত একটি মাছও দেখতে পাই। কালো রঙয়ের মাছটির মাঝে ডোরাকাটা দাগ রয়েছে। এটি প্রথমে দেখে ভয় পেয়ে যাই। পরে একজন মোবাইলে ছবি তুলে ইন্টারনেটে সার্চ করে জানায় এটা সাকার ফিস।’
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন জানান, সাকার ফিস দেশীয় কোনো মাছ নয়। এ মাছটির বংশবিস্তার আমাদের দেশীয় মাছের জন্য হুমকি। মাছটি পানিতে থাকা অবস্থায় আশপাশের ছোট মাছ খেয়ে ফেলে।
সান নিউজ/ এমবি