নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় তুরাগ নদের উপর নির্মিত পুরাতন ব্রিজের একাংশ ভেঙে গেছে। অথচ দুর্ঘটনা এড়াতে কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। ভাঙা সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে ঢাকামুখী যানবাহন।
বুধবার (১০ নভেম্বর) সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
মূলত তুরাগ নদের উপর পুরাতন ব্রিজ দিয়ে প্রতিদিন গাজীপুরসহ আশপাশের বেশ কয়েকটি জেলার শত শত যানবাহন ঢাকায় প্রবেশ করে। দীর্ঘ দিনের পুরাতন ব্রিজটির উত্তর পাশের প্রবেশ মুখ মঙ্গলবার মধ্যরাতে ভেঙে যায়। ফলে বুধবার সকালের দিকে কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। কিন্তু ভাঙা যায়গার উপর লোহার পাত দেওয়ার পর ফের যানচলাচল শুরু হয়। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রকল্প পরিচালক মহিরুল ইসলাম খান জানান, ব্রিজটি দিয়ে যানচলাচলে তেমন কোনো ঝুঁকি নাই। দুই থেকে তিন মাস পর ব্রিজটি ভাঙা হবে। পাশে আর একটি নতুন ব্রিজ বানানো হয়েছে। সেটা চালু করা হলে এটা ভেঙে ফেলা হবে।
সান নিউজ/ এমবি