নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনার রূপসা সেতুর টোল প্লাজা এলাকা থেকে জেলিমিশ্রিত ১০০ মণ চিংড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় ছয় মাছ ব্যবসায়ীর করাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। কোস্টগার্ডের পশ্চিম জোনের রূপসা স্টেশন থেকে গণমাধ্যমে ওই প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ নভেম্বর রাতে রূপসা সেতুর টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চার হাজার ২০ কেজি (১০০ মণ) জেলিমিশ্রিত চিংড়িসহ তিনটি ট্রাক জব্দ করা হয়। এ সময় ট্রাকচালক, হেলপার ও কর্মচারীসহ মোট সাতজনকে আটক করা হয়।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা মৎস্য কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক চালক ও হেলপারসহ ছয়জনকে এক মাসের কারাদণ্ড এবং একজনকে সাধারণ ক্ষমায় ছেড়ে দেওয়া হয়।
৯ নভেম্বর দিবাগত রাতে জেলিমিশ্রিত চিংড়ি রূপসা নদীতে ফেলে নষ্ট করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা ট্রাক রূপসা থানায় হস্তান্তর করা হয়।
সান নিউজ/ এমবি