নিজস্ব প্রতিনিধি, বিরামপুর (দিনাজপুর): দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচের আমদানি শুরু হওয়ায় এর দাম কমতে শুরু করেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে হিলি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
মূলত ধর্মঘটে ভারত থেকে কাঁচামরিচ আমদানি কম হওয়ায় দাম বেড়ে গিয়েছিলো। তবে বর্তমানে কাঁচামরিচ আমদানি হওয়ায় দাম কমেছে। গত তিন দিনে বন্দর দিয়ে ২০ ট্রাকে করে ১৬১ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। এতে গত চারদিনের ব্যবধানে কেজিতে ২০-২৫ টাকা কমেছে। বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৮০ টাকা এবং খুচরা বাজারে ৯০-৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, সারাদেশে পরিবহন ধর্মঘট চলার কারণে ভারত থেকে কাঁচামরিচ আমদানি কিছুটা কমে গিয়েছিলো। ফলে বাজারে দামে কিছুটা প্রভাব পড়েছিলো। এখন আমদানি দিন দিন স্বাভাবিক হচ্ছে, দামও কমে যাবে।
সান নিউজ/ এমবি