নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর: দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। প্রতিদিন ভোর ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪-৫টি ফেরি দিয়ে হালকা যানবাহন পারাপার করা হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর থেকে ৪টি ফেরি চলছে। তবে এসব ফেরিতে বাস, পণ্যবাহী ভারী কোনো ট্রাক পারাপার করা হচ্ছে না।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে এই নৌরুটে ফেরি সুফিয়া কামাল, বেগম রোকেয়া, কুঞ্জলতা ও কদম চলাচল করছে। এসব ফেরিতে হালকা যানবাহন পারাপার করা হচ্ছে। তবে সীমিত সংখ্যক হলেও ঘাটে যানবাহনের জন্য ফেরিগুলোকে অপেক্ষা করতে দেখা গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাট ব্যবস্থাপক সালাহ উদ্দিন আহমেদ জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে ফেরি। প্রতিদিন ৪-৫টি ফেরি ছোট যানবাহন পারাপার করবে।
সান নিউজ/ এমবি