নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে তৃতীয় পক্ষ একটা ক্ষেত্র প্রস্তুত করে লাশের রাজনীতির চেষ্টা করছে। আমরা খবর পেয়েছি এ তৃতীয় পক্ষের দু-চারটা লাশ দরকার। যেটাকে তারা জাতীয় ইস্যু বানাবে।’
মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শামীম ওসমান বলেন, তৃতীয় পক্ষ হতে পারে স্বাধীনতার বিপক্ষ শক্তি, হতে পারে খন্দকার মোশতাকের বংশধর, হতে পারে মৌলবাদী। তারা এটাকে প্রস্তুত করার চেষ্টা করছে। সাংবাদিকরা চোখ-কান খোলা রাখবেন। যেভাবে ২০০১ সালের ১৬ জুন বোম ব্লাস্ট করা হয়েছিলো, সামনে আরেকটা নির্বাচন আসছে। কোন নির্বাচন আমি বলতে চাই না। ঠিক একইভাবে এ এলাকায় নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এমন কোনো গেম খেলতে পারে, যাতে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে কিংবা যেন আমরা প্রশ্নবিদ্ধ হই।
সান নিউজ/ এমবি