নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল জব্দসহ দুইজনকে আটক করেছে র্যাব-১২।
মঙ্গলবার (০৯ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার লেফটেনান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।
এর আগে সোমবার (০৮ নভেম্বর) রাতে উপজেলার ছিলিমপুর বাজারে অবস্থিত একটি পাটের গুদাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার বড়বেলতা গ্রামের মৃত আবুল হোসেন মন্ডলের ছেলে আব্দুল আজিজ মন্ডল (৬০) ও চরপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে সোহেল (২৮)।
আব্দুল্লাহ আল মামুন জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছিলিমপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারে অবস্থিত সেকান্দর নামে এক পাট ব্যবসায়ীর গুদামে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ২৩ বস্তা ও মিনি ট্রাক থেকে রিও ৫০ বস্তা চাল জব্দ করা হয়।
চাল পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
সান নিউজ/ এমবি