নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে ২৬ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) ভোরে উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের চরশালিপুর সংলগ্ন পদ্মা নদীতে জেলেদের জালে এ মাছটি ধরা পড়ে।
জানা গেছে, সোমবার (৮ নভেম্বর) রাতে ঢাকার দোহারের কুশুমহাটির বাসিন্দা শেরজান মোল্লাসহ ৮ জন জেলে একত্রে বড় ফাঁসের জাল (চার থেকে ছয় ইঞ্চি বড় ফাঁসযুক্ত জাল) দিয়ে পদ্মা নদীতে মাছ ধরেন। সারারাত ধরে নদীতে জাল পেতে বসে থাকলেও তেমন মাছ পাননি তারা। মঙ্গলবার (৯ নভেম্বর) ভোরে তাদের জালে পাঙ্গাস মাছটি ধরা পড়ে।
পরে উপজেলা সদর বাজারের মাছ ব্যবসায়ী শামসু বেপারী ২১ হাজার টাকায় মাছটি ক্রয় করেন।
মাছ ব্যবসায়ী শামসু বেপারী জানান, চরভদ্রাসন উপজেলা সদর বাজারে মাছটি কেটে ১২ ভাগ করে প্রতি ভাগ দুই হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকায় বিক্রি করেছেন।
সান নিউজ/ এমবি