নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনার পাইকগাছায় প্রেমিকার দাবি মেটাতে গিয়ে কলেজছাত্র আমিনুর রহমানকে অপহরণ করেছে পাগল প্রেমিক ফয়সাল সরদার। পরে আমিনুরকে কপোতাক্ষের তীরে নিয়ে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে কুপিয়ে হত্যা করেছে ফয়সাল।
জানা গেছে, নিহত আমিনুর উপজেলার কপিলমুনির শ্যামনগর গ্রামের ছুরমান গাজীর ছেলে ও কপিলমুনি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। আটক প্রেমিক ফয়সাল গদাইপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান।
তিনি জানান, আটকের পর জিজ্ঞাসাবাদে ফয়সাল সরদার পুলিশকে এমন তথ্য দিয়েছেন ফয়সাল। হত্যার দায় স্বীকার ও ঘটনাস্থলে পুলিশকে নিয়ে গেলেও সেখানে রক্তের চিহ্ন মিললেও খুঁজে পাওয়া যায়নি কলেজছাত্র আমিনুরের লাশ।
ওসি আরও জানান, ফয়সালকে তার প্রেমিকা বলেছিল, তুমি যদি এক সপ্তাহের মধ্যে আর-১৫ মোটরসাইকেল কিনতে না পারো তাহলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। প্রেমিকার এমন দাবির পর মোটরসাইকেল কেনার জন্য পাগল হয়ে যান ফয়সাল।
পরে টাকা জোগাড় করতে রোববার (৭ নভেম্বর) রাত নয়টার দিকে আগড়ঘাটা বাজার থেকে মাত্র আট দিন আগে পরিচয় হওয়া কলেজছাত্র আমিনুর রহমান অপহরণ করে ফয়সাল। তার উদ্দেশ্য ছিলো মুক্তিপণের টাকা দিয়ে মোটরসাইকেল কিনবেন। কিন্তু আমিনুরকে হত্যার পর টাকা আনতে গিয়ে ধরা পড়েন ফয়সাল।
সান নিউজ/এমকেএইচ