নিজস্ব প্রতিনিধি, পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে মুজিববর্ষ উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে ১২ কোটি ৪৬ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে ‘মডেল মসজিদ’ নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। এসএমএইচ অ্যান্ড এইচ ই (জেভি) মিশন রোড, সদর দিনাজপুর নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, উপজেলা পরিষদের পেছনে ‘মডেল মসজিদ’ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে। কিন্তু দক্ষ মিস্ত্রি দিয়ে মসজিদ নির্মাণকাজ হচ্ছে না। ঢালাই কাজে মোটা ডোমার বালুর পরিবর্তে লোকাল বালু, নিম্নমানের পাথর ও অত্যন্ত নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে।
ঠিকাদার প্রতিষ্ঠান এসএমএইচ অ্যান্ড এইচ ই (জেভি)'র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান জানান, ইটগুলো পাশের উপজেলা চিরিরবন্দর থেকে আনা হয়েছে। এগুলো গাঁথুনির কাজে ব্যবহার করেছি। শিডিউল মোতাবেক কাজ হচ্ছে বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে, পার্বতীপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার এমএ মোস্তফা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান ‘মডেল মসজিদ’ কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার নিষেধ করা সত্ত্বেও তারা এই ইট দিয়ে গাঁথুনির কাজ করছে বলে জানান তিনি।
এছাড়া, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিদ কায়সার রিয়াদ বলেন, বিষয়টি এখন শুনেছি, খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এ ব্যাপারে পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক বলেন, ‘মডেল মসজিদ’ নির্মাণ প্রধানমন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। সেই প্রকল্প নিয়ে অনিয়ম মেনে নেয়া যায় না।
অন্যদিকে, দিনাজপুর জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কুতুব আল হোসাইন বলেন, বিষয়টির খোঁজ নিয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জানানো হবে। আর ঘটনা সঠিক হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
সান নিউজ/এমকেএইচ