নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে কাত হয়ে ডুবে যাওয়া আমানত শাহ ফেরিটি টেনে তুলেছে জেনুইন এন্টারপ্রাইজের পাঁচটি উইন্স বার্জ।
সোমবার (৮ নভেম্বর) প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর ফেরিটি টেনে তোলা হয়।
বিআইডব্লিউটিএর পরিচালক শাজ জামান জানান, আজ সকাল ১০টায় আমানত শাহ ফেরিটি টেনে তোলার কাজ শুরু হয়। ফেরিটি উদ্ধারকাজ শেষ হয় দুপুর সাড়ে ১২টার দিকে। বর্তমানে ফেরিটি সোজা করে সামনের অংশ উচু করে রাখা হয়েছে। শুরুতে ফেরির তলদেশের ফুটো ঠিক করা হবে। এজন্য ৩-৪ দিন সময় লাগবে।
এরপর নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি ফেরিটি সরেজমিনে দেখবেন। পরবর্তীতে তাদের সুপারিশ অনুযায়ী ফেরিটি কোথায় নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।
উল্লিখিত, গত ২৭ অক্টোবর সকালে পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটে যানবাহন নিয়ে ফেরিটি একদিকে কাত হয়ে ডুবে যায়।
সান নিউজ/ এমবি