নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে ৩ কোটি ৭ লাখ ১৭ হাজার ৫৮৫ টাকা পাওয়া গেছে।
শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
তিনি জানান, এবার দানবাক্সগুলো ৪ মাস ১৭ দিন পর খোলা হয়েছে। এতে ৩ কোটি ৭ লাখ ১৭ হাজার ৫৮৫ টাকা পাওয়া গেছে। মসজিদটিতে আটটি লোহার দানবাক্স রয়েছে।
এর আগে সর্বশেষ এ বছরের ১৯ জুন পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছিলো। তখন সর্বোচ্চ ২ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার ৭৭৯ টাকা, বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়। প্রতি ৩ মাস পরপর দানবাক্সগুলো খোলা হয়। এবার করোনার কারণে দানবাক্সগুলো খুলতে দেরি হয়েছে।
পাগলা মসজিদে দান করলে মনের ইচ্ছে পূরণ হয় এমন বিশ্বাসে মুসলমান ছাড়াও অন্যান্য ধর্মের লোকজন এখানে দান করে থাকেন। নগদ টাকা ছাড়াও পাওয়া যায়- চাল, ডাল, গবাদিপশু আর হাঁস-মুরগি। এসব পণ্য নিলামে বিক্রি করে টাকা জমা করা হয় মসজিদের ব্যাংক একাউন্টে। মসজিদের আয় থেকে নিজস্ব খরচ মিটিয়েও জেলার বিভিন্ন মসজিদ ও মাদরাসা, এতিমখানাসহ গরিব ছাত্রদের মাঝে ব্যয় করা হয়।
সান নিউজ/ এমবি