নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষকের দেওয়া বিদ্যুৎফাঁদে প্রাণ হারিয়েছে একটি বন্যহাতি।
শনিবার (৬ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের হযরত আজগর আলী শাহ মাজারের পশ্চিম পাশে মইত্তাতলী বিলে আমন ধান খেতে আসে ওই বন্যহাতিটি। পরে কৃষকের দেওয়া বিদ্যুৎফাঁদে মারা যায় হাতিটি। হাতিটির বয়স ৫০ বছর হবে।
স্থানীয় বন বিভাগের সাতকানিয়া মার্দাশা রেঞ্জ কর্মকর্তা মামুন মিয়া এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘হাতির আক্রমণ থেকে বাঁচাতে কৃষকরা ধানক্ষেতের চারিদিকে বিদ্যুতায়ন করে রাখেন। আর, খাবারের খোঁজে লোকালয়ে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটি মারা যায়।’
সান নিউজ/ এমবি