নিজস্ব প্রতিবেদক: গোসল করতে দেরি হয়েছিলো মাত্র পাঁচ মিনিট। আর তাতেই চটে গিয়ে ছয় শিক্ষার্থীকে শারীরিক শাস্তি দিয়েছেন এক মাদ্রাসা শিক্ষক।
এঘটনায় ভুক্তভোগী ছয় শিশুর মধ্যে যমজ ভাই আবুল কালাম (৭) ও আব্দুস সালামের (৭) নাম পাওয়া গেছে। ভুক্তভোগীদের বাড়ি সাতক্ষীরা শহরের কাছাকাছি বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা শহরের লস্করপাড়ার পদ্মাপুকুর মাদ্রাসায়। যমজ দুই ভাই আশাশুনির বল্লভপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।
ভুক্তভোগী যমজ দুই ভাইয়ের অভিভাবক মো. রুহুল আমিন অভিযোগ করে বলেন, আমার দুই ছেলে এখানে আরবিতে পড়াশোনা করে। বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা সুপার আবুবকর সিদ্দীক তাদের মারধর করে। তারা গোসল করে ফিরতে পাঁচ মিনিট দেরি করেছিলো।
এর প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) একদল অভিভাবক মাদ্রাসায় এসে তাদের ছেলেকে এখানে আর পড়াবেন না বলে জানিয়ে দেন।
এঘটনায় মাদ্রাসা সুপার আবুবকর সিদ্দীক গা ঢাকা দিয়েছেন।
সান নিউজ/এফএইচপি