জেলা প্রতিনিধি, বরিশাল: বরিশালের গৌরনদীতে ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন ননদ ও ভাবি।
এ ঘটনায় গৌরনদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তাদের পরিবার। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে ওই ডায়েরি করা হয়।
মূলত ২৮ অক্টোবর পরিবারের কাউকে কিছু না বলে ননদ ও ভাবি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাদের সন্ধান মেলেনি।
তবে গুঞ্জন রয়েছে, তারা দুজনই এক যুবকের সঙ্গে পালিয়েছেন।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, নিখোঁজদের সন্ধানে বিভিন্ন থানায় বার্তা ও ছবি পাঠানো হয়েছে।
সান নিউজ/ এমবি