জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের বন্যতলা এলাকায় নৌকায় সন্তান প্রসব করেছেন মিনার বেগম নামে এক মা।
মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যায় ওই নবজাতকের জন্ম হয়। মিনার বেগম প্রতাপনগর ইউনিয়নের বন্যতলা এলাকার ইয়াকুব আলীর স্ত্রী।
জানা গেছে, চলতি বছরের ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের সময় জলোচ্ছ্বাসের প্রভাবে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে এখনো জোয়ার-ভাটায় ভাসছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যতলা গ্রাম। জোয়ার-ভাটার প্রভাবে ৩০ দিন আগে ইয়াকুব আলীর বসবাসের ঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। বর্তমানে জীবিকার অবলম্বন মাছ ধরার নৌকায় সাত সদস্যের পরিবার নিয়ে বসবাস করছেন ইয়াকুব আলী। তার স্ত্রী মিনার বেগম গর্ভবতী ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় নৌকার মধ্যেই সন্তান জন্ম দেন তিনি।
ইয়াকুব আলী বলেন, ‘থাকার জায়গা না থাকাতে নৌকাতেই আমার পুত্র সন্তান জন্ম নেয়। বর্তমানে মা ও ছেলে দুজনেই সুস্থ আছে।’
প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, তিন মাসেও ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধটি মেরামত না হওয়ায় ইয়াকুব আলীর মতো অনেক জেলে পরিবার এখনও নৌকাতে বসবাস করছেন। অনেকে বেড়িবাঁধের উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। এলাকা ছেড়েছে শত শত পরিবার।
সান নিউজ/ এমবি