নিজস্ব প্রতিবেদক:
ঢাকার অদূরে নারায়ণগঞ্জের ঝুঁকিপূর্ণ তিন এলাকায় চলমান লকডাউন প্রত্যাহার করেছে প্রশাসন। বুধবার (১০ জুন) এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ লকডাউন পরীক্ষামূলক কার্যক্রম ছিল।
এর আগে, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির লাগাম টানতে পাইলট প্রকল্প হিসেবে নারায়ণগঞ্জের তিনটি এলাকা লকডাউন ঘোষণা করা হয়। গত রোববার (৭ জুন) দুপুরে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
তিনি জানান, নারায়ণগঞ্জে করোনা সংক্রমণ পরিস্থিতি ক্রমাগত বাড়তে থাকায় আগের মতো পুরো জেলা লকডাউন করা হবে না। সংক্রমণের হার বিবেচনায় নিয়ে তিনটি এলাকা লকডাউন ঘোষণা করা হলো।
লকডাউন করা এলাকাগুলো হচ্ছে, আমলা পাড়া, জামতলা এলাকার আব্দুল হামিদ সড়ক ও রূপায়ন টাউন।
সান নিউজ/ আরএইচ