নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন সাদিয়া খাতুন (২৪) নামে এক গৃহবধূ।
মঙ্গলবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন তিনি।
গৃহবধূ সাদিয়া খাতুন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি গ্রামের কলেজপাড়া এলাকার সোহেল রানার স্ত্রী।
জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে সাদিয়া খাতুনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার সকালে নরমাল ডেলিভারির মাধ্যমে সাদিয়া পাঁচ সন্তানের জন্ম দেন। পাঁচ সন্তানের মধ্যে চার জন মেয়ে এবং এক জন ছেলে। তবে গর্ভধারণের মাত্র ছয় মাসের মাথায় সন্তান প্রসব করেছেন সাদিয়া খাতুন।
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশরাফুল আলম জানান, মা সাদিয়া সুস্থ থাকলেও শিশুদের অবস্থা সংকটপূর্ণ। পাঁচ নবজাতককে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রি-ম্যাচিউর জন্ম হওয়ায় তাদের ওজন ৪৩০ গ্রাম থেকে সর্বোচ্চ ৬৫০ গ্রাম। শিশুদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে নবজাতকদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বলায় পরিবারের সদস্যরা কিছুটা চিন্তিত।
সান নিউজ/ এমবি