ছবি সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাটে অগ্নিকাণ্ডে এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

সোমবার (১ নভেম্বর) ভোর তিনটা থেকে চারটার মধ্যে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিন মিয়া জানান, ভোর ৪টার দিকে সিরাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মানিকপুর স্কুল সংলগ্ন পাঠানবাড়ীর দরজায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায় দোকানিরা।

বিষয়টি দেখতে পেয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে স্থানীয়রা। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দুটি দোকান, বসতবাড়ির মালামাল ও নগদ টাকা পুড়ে যায়। পরে খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭-৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

অপরদিকে রাত সোয়া ৩টার দিকে কবিরহাটের কোম্পানীর হাটে অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে প্রায় ৮০ লাখ টাকা এবং কোম্পানীগঞ্জের মোহাম্মদনগরের মানিকপুর স্কুল সংলগ্ন একটি দোকান ও দুটি বসতঘর পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কবিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুর আলম জানান, খবর পেয়ে কোম্পানীর হাটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারায়ণগঞ্জে ২১ শহীদ পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক অনুদান প্রদান

ছাত্র জনতার জুলাই গনঅভ্যুত্থানে শহীদ নারায়ণগঞ্জের...

বালুর ট্রাকে মিলল ১২৪ কেজি গাঁজা, গ্রেপ্তার তিন

গাজীপুর পূবাইলে ১২৪ কেজি গাঁজাসহ তিন জন মাদক কারবা...

মানসিক ভারসাম্যহীন নারীর ঠাঁই হলো মিরপুর সরকারি আশ্রয় কেন্দ্রে

ফেনীর পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কন্যা সন্তানের জন্ম দেওয়া ‘মা...

বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: পাকিস্তানের পররাষ্ট্রসচিব

বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছে...

১৭ এপ্রিল: মুত্তিয়া মুরালিধরন এর জন্মদিন

মুত্তিয়া মুরালিধরনের (মুরালি হিসেবে প্রায়শই পরিচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা