নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: অতিবৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে মহানন্দা নদীতে ফের ভাঙন দেখা দিয়েছে।
গত দুই দিন আগে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের মহানন্দা নদীতে বেশ কিছু আম গাছ ভেঙে পড়েছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে প্রায় ২৫০ পরিবার, শতাধিক স্থাপনা ও কৃষিজমি।
সোমবার (১ নভেম্বর) ওই এলাকায় সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, ইউনিয়নটির দক্ষিণ ইসলামপুর, উত্তর ইসলামপুর ও বালুটুঙ্গি এলাকার প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে কয়েকশ ঘরবাড়ি, গাছ, ফসল ও একটি মসজিদ নদী ভাঙনের ঝুঁকিতে রয়েছে। ইতোমধ্যে অনেকে ঘরবাড়ি অন্য জায়গায় সরিয়ে নিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত উপপ্রকৌশলী ময়েজ উদ্দিন বলেন, ‘গত ৫ দিন থেকে পানি বাড়লেও আজ কমতে শুরু করেছে। ভাঙনকবলিত এলাকায় আমরা নিয়মিত খোঁজ খবর নিচ্ছি। তবে ধারণা করা হচ্ছে আজ থেকে ভাঙন কমে আসবে।’
সান নিউজ/ এমবি