নিজস্ব প্রতিনিধি, লালপুর (নাটোর): নাটোরের লালপুরে সরকারি খাস জলমহল দখলকে কেন্দ্র করে মোখলেছুর রহমান নামে এক কৃষককে হত্যার ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ।
শনিবার (৩০ অক্টোবর) দুপুরে নাটোর র্যাব-৫, সিপিসি-২ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান।
তিনি জানান, শুক্রবার রাতে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় উপজেলার করিমপুর রেলগেট এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাসুয়া ও একটি মোবাইল উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
তারা হলেন, নাটোরের লালপুর উপজেলার অর্জুনপাড়া গ্রামের এলাহী বক্সের ছেলে এরশাদ (৩৫), ঈশ্বরপাড়ার মৃত জসিম ছেলে মন্টু (৪২) ও মৃত বকতার আলীর ছেলে সিদ্দিক (৪৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।
এদিকে, একই ঘটনায় সজিব, আব্দুর রহমান ও লুৎফর রহমান নামে তিনজনকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ।
প্রসঙ্গত, শুক্রবার (২৯ অক্টোবর) লালপুর উপজেলার ঈশ্বরপাড়া এলাকায় একটি সরকারি খাস দিঘি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সহিংসতায় মোখলেছুর রহমান নামে এক কৃষক নিহত হয়েছেন। এছাড়া সাকাত নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নিহত মকলেছুর রহমানের স্ত্রী মরিয়ম বাদী হয়ে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
সান নিউজ/এমকেএইচ