নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে এএসআই তোফাজ্জল হোসেনের (৩৮) আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।
শুক্রবার (২৯ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। শনিবার (৩০ অক্টোবর) পুলিশের সেই এএসআইকে (সহকারী উপ-পরিদর্শকে) প্রত্যাহার (ক্লোজড) করা হয়। সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহীল জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, আটককৃত এএসআই সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি পুলিশ তদন্তকেন্দ্রে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে এএসআই তোফাজ্জল সৌদিপ্রবাসীর বাড়িতে যান। কিছু সময় পর ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে গোয়ালঘরে আপত্তিকর অবস্থায় তাদের দেখে ফেলেন এক প্রতিবেশী। খবর পেয়ে তোফাজ্জলকে আটক করে গাছের সঙ্গে বেঁধে পুলিশে খবর দেয় গ্রামবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে থেকে ওই নারীর ভাশুরের সঙ্গে তার স্বামীর জমি নিয়ে বিরোধ চলছিল। স্বামী প্রবাসে থাকায় এই ঘটনায় ভাশুরের বিরুদ্ধে মামলা করেন ওই নারী। সেই মামলার তদন্তের দায়িত্ব পান এএসআই তোফাজ্জল। তদন্তের খাতিরে ওই গৃহবধূর বাড়িতে আসা-যাওয়া ছিল তার। সেই থেকে তাদের সখ্য গড়ে ওঠে।’
তবে বাদী এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তোফাজ্জলের সঙ্গে পূর্ব পরিচয় থাকায় রাতে খেতে ডেকেছিলেন।
এ বিষয়ে গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল আউয়াল বলেন, ‘অভিযুক্ত এএসআইকে সাময়িকভাবে গাইবান্ধা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ওই মহিলার সাথে পুলিশ কর্মকর্তার যোগসাজশের বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে'।
সান নিউজ/এমএইচ