নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে ৭১ কেজি গাঁজা ও একটি পিকআপসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (২৯ অক্টোবর) সরাইল থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— ময়মনসিংহ জেলার শম্ভুগঞ্জ গ্রামের চাঁনবালী মিয়ার ছেলে সুজন কুমার (৩৩), নেত্রকোনার পূর্বধলা থানার মানিকদী গ্রামের মতিউর রহমানের ছেলে সাইদুল ইসলাম (১৯) ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে খাইরুল ইসলাম।
ভৈরব র্যাব ক্যাম্পের কমান্ডার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় পিকআপভ্যানে তল্লাশি করে ৬টি বস্তায় ৭১ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি জানান, অভিনব কৌশলে কাঠের গুঁড়ার বস্তার ফাঁকে গাঁজা রেখে পাচার করছিল। আসামিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সান নিউজ/এমএইচ