নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনার ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢালারচরগামী আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে ২টার দিকে এই তদন্ত টিম গঠন করে পাকশি রেলওয়ে কর্তৃপক্ষ।
তদন্ত কমিটির সদস্যরা হলেন- টিআইপি ঈশ্বরদী, এসএসইউও ইশ্বরদী, এসই এলাহী ঈশ্বরদী।
আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে ঢালারচরের উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। ট্রেনটি পাবনা স্টেশন পার হয়ে মহেন্দ্রপুর লেভেলক্রসিং মোড়ে পৌঁছালে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
খবর পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রাকচালক ভেবেছিলেন ট্রেনটি ওভারটেক করে পার হয়ে যেতে পারবেন। তখনই ট্রেনের বগিতে ধাক্কা দেয় ট্রাকটি।
সাড়ে ৪ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ট্রেনটি ঢালারচরে ছেড়ে গেছে। তবে ট্রাকটি দুমড়েমুচড়ে গেছে। এরপর তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। আগামী ৭ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেওয়া হয় বলেও জানান তিনি।
সান নিউজ/ এমবি