নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুর মডেল থানা হাজতের জানালার গ্রিল ভেঙে পালিয়ে গেছেন মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামি। এ ঘটনায় দায়িত্বরত এক এএসআই ও এক কনস্টেবলকে ক্লোজ করে জেলা পুলিশ লাইনে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর পুলিশের ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান।
এ ঘটনার পর দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মমিনুল করিম ও ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্লোজ হওয়া পুলিশ সদস্যরা হলেন, ডিউটি অফিসার এএসআই কেবিএম শাহারিয়ার ও পুলিশ কনেস্টেবল সাবিনা ইয়াছমিন।
তিনি জানান, মঙ্গলবার (২৬ অক্টোবর) মঙ্গলবার সন্ধ্যায় তাদের ক্লোজ করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে। পালিয়ে যাওয়া ওই আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। এর আগে সকাল সাড়ে দশটার দিকে আসামি পালানোর এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৫ অক্টোবর) দিনগত রাত বারোটার দিকে পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনি পুলিশ তদন্ত কেন্দ্র ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামি মোকারুল ইসলামকে (৩২) উপজেলার হাবড়া ইউনিয়নের ভবানীপুর এলাকা থেকে গ্রেফতার করা করে।
পরে রাতেই তাকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করে বড়পুকুরিয়া কয়লা খনি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর কথা থাকলেও এর আগেই সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাজতখানার জানালার তিনটি গ্রিল ভেঙে পালিয়ে যায়।
সান নিউজ/এমকেএইচ