নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালী জেনারেল হাসপাতালের দুই আনসার সদস্যকে ছুরিকাঘাত করেছেন এক যুবক। এ ঘটনার প্রতিবাদে ওই হাসপাতালের তৃতীয় এবং চতুর্থ শ্রেণির কর্মচারীরা বিক্ষোভ মিছিল করেছেন।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত আনসার সদস্যরা হলেন- লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ছিদ্দিক উল্লাহর ছেলে মিলাদ হোসেন (৪২) ও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুস্তম ব্যাপারীর ছেলে মনসুর হোসেন (২৮)।
জানা গেছে, বেলা ১১টার দিকে হাসপাতালের ভেতরে সিএনজিচালিত অটোরিকশা রাখাকে কেন্দ্র করে কয়েকজন যুবকের সঙ্গে আনসার সদস্যদের বাগবিতণ্ডা হয়। পরে এক যুবক দায়িত্বরত দুই আনসার সদস্যকে ছুরিকাঘাত করেন। এরপর হাসপাতালের তৃতীয় এবং চতুর্থ শ্রেণির কর্মচারীরা কাজ বন্ধ রেখে হাসপাতালের সামনে বিক্ষোভ করেন। তারা এ ঘটনায় দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, গুরুতর আহত মনসুরকে ঢাকায় পাঠানো হয়েছে। আর নোয়াখালী জেনারেল হাসপাতালে মিলাদের অস্ত্রোপচার চলছে। দুজনের অবস্থাই গুরুতর।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
সান নিউজ/ এমবি