নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: পদ্মা নদীতে জেলের জালে ১৬ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোরে জেলে ইছাক হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জানা গেছে, ইলিশ রক্ষা অভিযানের কারণে ২২ দিন জেলেরা নদীতে নামতে পারেনি। সোমবার মধ্য রাত থেকে নিষেধাজ্ঞা শেষে হয়। ভোরে দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট এলাকায় জাল ফেলে ইছাক হলদার ১৬ কেজি ওজনের কাতলটি ধরেন।
পরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে নিয়ে গেলে ২৬ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নেন ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ। এরপর গাজীপুরের এক ব্যবসায়ীর কাছে ২৭ হাজার ২০০ টাকায় মাছটি বিক্রি করেন তিনি।
সান নিউজ/ এমবি