নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ী নৌবন্দরের পাশের একটি মার্কেটে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
সোমবার (২৫ অক্টোবর) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, মার্কেটের একটি গ্যাস সিলিন্ডারের দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের অন্যান্য গ্যাস সিলিন্ডার, টায়ার, মবিলসহ সাতটি দোকানে। এ সময় পাশে থাকা দুটি বসতঘর, দুটি ট্যাংক লরির আংশিক অংশ, একটি মোটরসাইকেল ও একটি পিকআপ ভ্যান পুড়ে যায়। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। তারা প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
শাহজাদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রেজাউল করিম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের শাহজাদপুর, উল্লাপাড়া, বাঘাবাড়ি ও পাবনার বেড়া ফায়ার স্টেশনের সাত ইউনিটের চেষ্টায় রাত সোয়া চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সান নিউজ/এমএইচ