মানিকগঞ্জ প্রতিনিধি:
করোনাভাইরাসের সংক্রমণ রোধে মানিকগঞ্জের ঘিওরে স্বাস্থ্যবিধি না মানায় নিজ অফিসের পাঁচ কর্মচারীসহ মোট ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন ইউএনও আইরিন আক্তার।
সোমবার (৮ জুন) বিকেলে ওই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন ইউএনও।
এ সময় মাস্ক না পরায় একজন জনপ্রতিনিধি, একজন ইমাম, নিজ কার্যালয়ের পাঁচজন কর্মচারী, দুইজন ব্যাংক গ্রাহক ও চারজন পথচারীর বিরুদ্ধে ১৩টি মামলায় ১০ হাজার ৯শ’ টাকা অর্থদণ্ড দেন তিনি।
ইউএনও আইরিন আক্তার বলেন, আইনের উর্ধ্বে আমরা কেউ নই। করোনাভাইরাসের সংক্রমণ রোধে যারাই সরকারি নির্দেশনা অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
স্বাস্থ্যবিধি বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সান নিউজ/সালি