নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৫ অক্টোবর) দুপুরে এই রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের রহিম ফকিরের ছেলে রুবেল ফকির (২২) ও একই গ্রামের রুবেলকে ১২ বছর করে; বারেক সরদারের ছেলে ইদ্রিস সরদার (৪৫), দেলোয়ার গাজীর ছেলে সাদ্দাম গাজী (২৫), মোক্তার দালালের ছেলে কাবুল দালাল (২৫), হাচেন বেপারীর ছেলে আমির ওরফে কালা আমির বেপারী (৪৫) ও রহমান ফকিরের ছেলে ওসমান ফকিরকে আট বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকার জুয়েল চৌকিদারের বাড়ির উত্তরপাশের বাগানে ২০১৬ সালের ৮ জুন সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের দল ছয় ডাকাতকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে দেশীয় তৈরি পাইপ গানসহ ডাকাতির অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই রাজিব হোসেন মাদারীপুর সদর মডেল থানায় অস্ত্র মামলা দায়ের করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।
রায় ঘোষণার সময় আসামি রুবেল ফকির ও ওসমান ফকির আদালতে অনুপস্থিত ছিলেন। বাকি চারজন উপস্থিত ছিলেন।
সাননিউজ/ এমবি