নিজস্ব প্রতিনিধি, নীলফামারী: অতিবৃষ্টির কারণে নীলফামারী জেলায় প্রায় ৩৫ হেক্টর ধান ও ৩৮ হেক্টর মৌসুমি সবজি নষ্ট হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) দুপুরে জেলার কয়েকটি উপজেলা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
জানা গেছে, অতিবৃষ্টির কারণে আমন ধানসহ শীতকালীন সবজি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলন আশানুরূপ হলেও বৃষ্টির পানিতে মাটির সঙ্গে একাকার এসব ফসল। এতে কাঙ্ক্ষিত ফসল ঘরে তোলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
নীলফামারী কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক জানান, এবারে জেলায় প্রায় ৩৫ হেক্টর ধান ও ৩৮ হেক্টর মৌসুমি সবজি মাঠে নষ্ট হয়েছে। উপজেলা কৃষি অফিসার ও কৃষি মাঠ কর্মকর্তারা ক্ষতির পরিমাণ নির্ণয়ের চেষ্টা চলছে।
সাননিউজ/ এমবি