নিজস্ব প্রতিনিধি, ফেনী: ফেনীর সোনাগাজীতে স্কুলছাত্রী ধর্ষণের দায়ে মিজানুর রহমান (৪২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৫ অক্টোবর) এ রায় ঘোষণা করেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার।
দণ্ডপ্রাপ্ত মিজান সোনাগাজীর বগাদানা ইউনিয়নের বাদুরিয়া গ্রামের ছিদ্দিক আহাম্মদের ছেলে। পেশায় তিনি মাইক্রোবাসচালক।
জানা গেছে, ২০০৫ সালে সোনাগাজীতে প্রেমের ফাঁদে ফেলে এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেন মিজানুর রহমান। এতে ওই কিশোরী সন্তানসম্ভবা হয়ে পড়লে ফেনীর একটি ক্লিনিকে গর্ভপাতের সময় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পরে ওই বছরের ২৩ জুলাই কিশোরীর মা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। একই বছরের ৩১ অক্টোবর উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক এ ঘটনার তদন্ত করে চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।
সাননিউজ/ এমবি