নিজস্ব প্রতিনিধি, নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলার ১ নম্বর ধামইরহাট ইউনিয়নের রুপনারায়ণপুর গ্রাম থেকে ২৬৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (২৫ অক্টোবর) ভোর ৫টায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- ধামইরহাট উপজেলার রুপনারায়ণপুর গ্রামের আবুল খায়েরের ছেলে আসমাউল হোসেন (২৮) এবং জয়পুরহাটের পাঁচবিবি থানার বহরমপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (৩৬)।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫ সোমবার ভোর ৫টায় রুপনারায়ণপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে আসমাউল হোসেনের টিনশেড ঘর থেকে ২৬৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় আসমাউল হোসেন এবং মোশারফ হোসেনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারিদের নিকট ফেনসিডিল সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
সাননিউজ/ এমবি