নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার রণচন্ডি ইউনিয়নের ভাদুর বাড়ি এলাকায় মহাসড়কে পড়ে থাকা এক অজ্ঞাত যুবকের মরদেহ (২৩) উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ অক্টোবর) সকালে তেঁতুলিয়া-বাংলাবান্ধা জাতীয় মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তেঁতুলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, মৃত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার মাথা ও গালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।
সাননিউজ/ এমবি