নিজস্ব প্রতিনিধি, সাভার (ঢাকা): খাদ্য সহায়তা হিসেবে ঢাকার ধামরাইয়ে বানরদের জন্য মাসিক ৩০ হাজার টাকা করে বছরে তিন লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। উপজেলার রাজস্ব খাত থেকে এ অর্থ ব্যয় করা হবে।
সোমবার (২৫ অক্টোবর) দুপুরে এসব তথ্য জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী৷
এর আগে গত ২৮ সেপ্টেম্বর 'প্রকৃতভাবে বিদ্যমান বানর রক্ষায় অর্থ ব্যয়ের অনুমোদন' বিষয়ের উপর স্থানীয় সরকার, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং বাংলাদেশ সচিবালয় বরাবর আবেদন করেন উপজেলা প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ।
রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব সামছুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত ও স্মারকের পরিপ্রেক্ষিতে ধামরাই উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে প্রাকৃতিকভাবে বিদ্যমান খাবার বাবদ প্রতি মাসে ৩০ হাজার টাকা বিধি মোতাবেত ব্যয়ে প্রশাসনিক অনুমোদন দেয়ার নির্দেশ দেয়া হলো।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ‘একমাস আগে আবেদন করেছিলাম। বিষয়টি অনুমোদন দেয়া হয়েছে। এমন একটি ইতিবাচক সিদ্ধান্তে আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
সান নিউজ/ এমবি