নিজস্ব প্রতিনিধি, নাটোরঃ নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা এলাকায় এক নারীর একসাথে ৩ শিশুর জন্ম দিয়েছে। শনিবার (২৩ অক্টোবর) রাতে গোপালপুর পৌরসভা এলাকার মুক্তার জেনারেল হাসপাতালে ওই নারীর অপারেশনের মাধ্যমে দুটি পুত্র ও একটি কন্যাসন্তান জন্মগ্রহণ করে। মাসহ তিন শিশুই সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসকরা।
শিশুদের বাবা জানান, আল্লাহর নিকট শুকরিয়া। একসাথে দুই ছেলে ও একটি কন্যাসন্তান এই পৃথিবীতে এসেছে। মা'সহ সন্তানরা সুস্থ আছেন। এতে আমি অনেক খুশি।
এ নিয়ে মুক্তার জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুক্তার হোসেন জানান, লালপুরে এই প্রথম একসাথে তিনটি শিশু জন্মগ্রহণ করেছে। মা ও শিশুসহ সবাই সুস্থ আছে।
সান নিউজ/এমএইচ