নিজস্ব প্রতিনিধি, কুমিল্লাঃ কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় আরও একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে।
নতুন ভিডিওটিতে দেখা যায়, ঘটনার আগের দিন রাত সাড়ে দশটার দিকে মসজিদে প্রবেশ করেন হাফেজ হুমায়ুন ও খাদেম ফয়সাল এবং রাত এগারোটার দিকে প্রবেশ করেন ইকবাল। এরপর তাদেরকে পরামর্শ করতে দেখা যায়। রাত সোয়া দুইটার দিকে কোরআন হাতে নিয়ে মসজিদের মেঝেতে রেখে বের হন ইকবাল। এর কিছুক্ষণ পর ফিরে এসে মেঝে থেকে কোরআন হাতে তুলে নিয়ে বের হন তিনি। এরপর পূজামণ্ডপের যাওয়ার পথের সিসিটিভি ফুটেজে তাকে কোরআন হাতে দেখতে পাওয়া যায়।
এর আগে কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ গণমাধ্যমকে জানান, ওই যুবকের নাম ইকবাল হোসেন বলে ধারণা করা হচ্ছে।
সান নিউজ/এমএইচ