রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
ছবি সংগৃহীত
সারাদেশ প্রকাশিত ২১ অক্টোবর ২০২১ ১৪:৪২
সর্বশেষ আপডেট ২১ অক্টোবর ২০২১ ১৪:৪২

ইঁদুর মেরে পুরস্কার পেলেন ৩ কৃষক

নিজস্ব প্রতিনিধি, ফেনী: ফেনীতে জেলা পর্যায়ে সর্বাধিক ইঁদুর নিধন করায় তিন কৃষককে পুরস্কৃত করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ইঁদুর নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ বিভাগ চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মঞ্জুরুল হুদা।

পুরস্কারপ্রাপ্ত কৃষকরা হলেন- জেলা পর্যায়ে সর্বোচ্চ সাত হাজার ইঁদুর নিধনকারী সোনাগাজী উপজেলার দশপাইয়া গ্রামের হোসেন আহাম্মদ, ছয় হাজার ইঁদুর নিধনকারী ফেনী সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের আবু বক্কর এবং আড়াই হাজার ইঁদুর নিধনকারী ফুলগাজী উপজেলার ধলিয়া গ্রামের আবুল খায়ের ভূঁইয়া।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক তারিক মাহমুদুল ইসলামের সভাপতিত্বে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ বিভাগের সাবেক মহাপরিচালক মুকুল চন্দ্র রায়, কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক রবিন্দ্র কুমার মজুমদার।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জয় কান্তি সেন বলেন, ২০২০ সালে ইঁদুর নিধন অভিযানের পর মাঠ পর্যায়ের পরিসংখ্যান অনুযায়ী জেলায় এক লাখ ৭০ হাজার ইঁদুর নিধন করা হয়েছে। এরমধ্যে সোনাগাজীতে ৮০ হাজার ৬৭৭, ফেনী সদরে ৪৫ হাজার ২৩০, ফুলগাজীতে ১৫ হাজার ৩৪৫, দাগনভূঞায় ১৩ হাজার ৬১০, পরশুরামে নয় হাজার ৩৪৫ ও ছাগলনাইয়ায় ছয় হাজার ১৫০টি ইঁদুর নিধন করা হয়েছে। ব্যক্তিপর্যায়ে সর্বোচ্চ সংখ্যক ইঁদুর নিধনকারী তিন কৃষককে বৃহস্পতিবার পুরস্কৃত করা হয়েছে।

সান নিসউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

নববর্ষ শোভাযাত্রা উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বানানো দু...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (১২ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর...

নববর্ষের অনুষ্ঠানে নিরাপত্তাজনিত সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে: র‌্যাবের ডিজি

বাংলা নববর্ষের অনুষ্ঠান ঘিরে কোনো সমস্যা হবে না; সব ধরনের প্রস্তুতি নেওয়া হয...

কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছেন এক শিক্ষার্থী

জয়পুরহাট জেলা কারাগার থেকে সিরাজুল ইসলাম (১৮) নামে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা