নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম: উজানের পানির ঢলে ও দুদিনের অবিরাম বর্ষণে কুড়িগ্রামে হুহু করে বাড়ছে তিস্তা নদীর পানি।প্রবল স্রোতের কারণে পানি বাড়ার সাথে সাথে বেড়েছে নদী ভাঙন। এতে করে আতংকিত হয়ে পড়েছেন তিস্তা নদীর দুই পাড়ের মানুষজন।
বুধবার (২০ অক্টোবর) প্রচণ্ড নদী ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে বালুর বস্তা ফেলে চেষ্টা চালাচ্ছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়,গত ২৪ ঘণ্টায় তিস্তার পানি মারাত্মকভাবে বাড়ছে।তিস্তা নদীর অববাহিকায় কাউনিয়া পয়েন্টে প্রায় দেড়শ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার সামান্য নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে যে কোন মুহুর্তে বিপদসীমা অতিক্রম করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশংকা করা হচ্ছে।
সাননিউজ/ জেআই