নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: মায়ের মন বলে কথা। নিজে সাঁতার জানেন না। পুকুরের পানিতে পড়ে যায় দু্ই বছরের ছেলে। সন্তানকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেন মা। তবে সাঁতার না জানায় তলিয়ে যান তিনিও।
ঘটনাটি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ির পণ্ডিতকাটা এলাকায় ঘটে বুধবার বেলা ১১টার দিকে।
মৃতরা হলেন, পণ্ডিতকাটা এলাকার বেলাল উদ্দিনের স্ত্রী মাশকুরা বেগম ও তার এক বছরের ছেলে মুহাম্মদ বোরহান উদ্দীন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য কামাল হোছাইন।
তিনি বলেন, বেলালের বাড়ির সামনেই একটি পুকুর। বাড়ির সবাই কাজে ব্যস্ত ছিল। তাদের অজান্তেই শিশু বোরহান পুকুরে পড়ে যায়। তখনই ছেলেকে ডুবতে দেখে ফেলে বেলালের বউ মাশকুরা। সেও পুকুরে ঝাঁপ দেয়। কিন্তু সাঁতার না জানায় ছেলেকে নিয়েই ডুবে যায় মাশকুরা।
তিনি জানান, তাদের উদ্ধার করে পেকুয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ইউপি সদস্য কামাল হোছাইন জানান, দুই বছর আগে মাশকুরা-বেলালের বিয়ে হয়। বোরহান এই দম্পতির একমাত্র সন্তান।
গৃহবধূর ভাই মো. মনিরুজ্জামান বলেন, ‘আমরা একটা দাওয়াতে গিয়ে শুনতে পাই বোন ও ভাগনে পুকুরে ডুবে মারা গেছে। আমাদের সাত ভাই-বোনের মধ্যে এই বোন সবার ছোট।’
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সান নিউজ/এফএআর