সারাদেশ

বিয়ের ২ মাসের মাথায় সন্তান জন্ম দিলেন নববধূ

প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে বিয়ের মাত্র ২ মাসের মাথায় এক নববধূ সন্তান প্রসব করেছেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় শুরু হয় আলোচনা-সমালোচনা। সন্তান জন্ম দেওয়া নববধূ উপজেলার চরলক্ষী গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে, গত রোববার (১৭ অক্টোবর) বিকেলে এ সময়ে মধ্যে সন্তান প্রসব নিয়ে ভুক্তভোগীর মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে চরজব্বর থানায় মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর (১৭) সাথে এক বছর আগে মো.রাসেল (২০) নামে যুবকের সাথে মুঠোফোনে পরিচয় হয়। সে উপজেলার চরলক্ষী গ্রামের মৃত নুরুল হকের ছেলে। তারপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্কের সূত্র ধরে অভিযুক্ত মো. রাসেল ভিকটিমের সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। ভিকটিম প্রস্তাবে রাজি না হলে সে তাকে বিয়ে প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। সর্বশেষ গত ৫ জানুয়ারি রাত সাড়ে সাতটার দিকে রুবেল ভিকটিমের সাথে কথা আছে বলে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। ভিকটিম রাজি না হলে ভিকটিমকে তার শয়ন কক্ষে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে ভিকটিমকে ধর্ষণের ফলে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি ভিকটিম প্রথমে গোপন করে রাখে। পরবর্তীতে গত ২-৩ মাস পূর্বে ভিকটিমের অন্যত্র বিয়ে হয়। আসামি কর্তৃক পূর্বে ভিকটিমকে ধর্ষণের ফলে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় গত ১৫ অক্টোবর সন্ধ্যা অনুমান সাতটার দিকে ভিকটিম সন্তান প্রসব করে।

চরজব্বর থানার ওসি মো. জিয়াউল হক বলেন, এ ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা