নিজস্ব প্রতিনিধি, বাগেরহাটঃ বাগেরহাট সদর উপজেলার বারাকপুর বাজারে কাশেম প্লাজা মার্কেটে ১৮টি হরিণের চামড়াসহ পাচারকারি সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় অভিযান চালিয়ে হরিণের চামড়াসহ তাদের আটক করা। শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে খুলনা র্যাব-৬ এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক দুজন হলেন, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বহরবুনিয়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে আব্দুল হাকিম (৫০) ও পার্শ্ববর্তী শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আলী মিয়া হাওলাদারের ছেলে কামরুল ইসলাম (৩৫)। এরা হরিণের মাংস এবং চামড়া পাচারকারি সিন্ডিকেটের সদস্য বলে র্যাব জানায়।
খুলনা র্যাব-৬ এর সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি মো. বজলুর রশীদ জানান, বারাকপুর বাজারে হরিণের চামড়া ক্রয়-বিক্রয় হচ্ছে গোপন সূত্রে এমন খবর পেয়ে র্যাব সদস্যরা অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারি সিন্ডিকেটের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা ওই দুজনকে আটক করে এবং তাদের কাছে থাকা দুইটি বড় প্লাস্টিকের ব্যাগে রক্ষিত হরিণের ১৮টি চামড়া উদ্ধার করা হয়।
সান নিউজ/এমএইচ