নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার একটি মন্দিরে পবিত্র কুরআন অবমাননার ছবি সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার পর সংশ্লিষ্ট মন্দিরসহ দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটে।
এ অবস্থায় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান।
তিনি বলেন, জেলা প্রশাসনের চাহিদায় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দুর্গাপূজায় সুশৃঙ্খলতা বজায় রাখতে দেশের বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
এখন পর্যন্ত কুমিল্লা, ঢাকা বিভাগের নরসিংদী, মুন্সিগঞ্জসহ ১৮ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।
সান নিউজ/এফএইচপি