নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটে অক্টোবর মাসের তাপমাত্রা গত ৪৫ বছরের রেকর্ড ভেঙেছে।
গত ১১ অক্টোবর ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে। এটি সিলেটে বিগত ৪৫ বছরের মধ্যে অক্টোবর মাসের সর্বোচ্চ তাপমাত্রা। সবশেষ ২০১৪ সালের অক্টোবরে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো।
এদিকে গত কয়েক দিনের তীব্র গরমে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বৃষ্টি না হওয়া এবং প্রচণ্ড রোদে ঘর থেকে বের হতে পারছেন না শ্রমিক, দিনমজুরসহ খেটে খাওয়া সাধারণ মানুষগুলো।
সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, গত ১১ অক্টোবর সিলেটে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো। এটি গত ৪৫ বছরে অক্টোবর মাসের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো।
সান নিউজ/ এমবি