নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ার জামগড়া বাসস্ট্যান্ডে সুফিয়া ফার্মেসিতে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ২২ প্রকার ওষুধ জব্দ করেছে ওষুধ প্রশাসন।
বুধবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে ওই ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করেন ওষুধ প্রশাসনের ইন্সপেক্টর মওদুদ আহমদ।
জানা গেছে, দীর্ঘদিন ধরে সৈকত ফার্মেসিতে বিক্রয় নিষিদ্ধ ভারতীয় ওষুধ বিক্রি করা হচ্ছিলো। নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে জামগড়ার ওই ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২২ প্রকার নিষিদ্ধ ওষুধ পাওয়া যায়।
এসব অবৈধ ওষুধ বিক্রির কারণ জানতে চেয়ে ওই ফার্মেসি মালিককে নোটিশ দেয়া হয়েছে। একই সঙ্গে ওষুধগুলো জব্দ করা হয়েছে।
ওষুধ প্রশাসনের ইন্সপেক্টর মওদুদ আহমদ জানান, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
সান নিউজ/ এমবি