নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতিসহ ৯ মামলার আসামি মো. আলমগীর (৪৫) নিহত হয়েছেন। বুধবার (১৩ অক্টোবর) ভোরে চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক নুরুল আবসার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গণ্ডামারা এলাকায় র্যাব টহল দেওয়ার সময় কিছু দুর্বৃত্ত র্যাবের দিকে লক্ষ্য করে গুলি ছুড়লে ব সদস্যরাও গুলি ছুড়েন। এদিকে পাল্টাপাল্টি গুলিবিনিময়ের পর ঘটনাস্থলে ১ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তিকে স্থানীয়রা মো. আলমগীর ওরফে আলম ডাকাত হিসেবে শনাক্ত করেন।
তিনি জনান, ঘটনাস্থল তাদের কাছে ৪টি আগ্নেয়াস্ত্র, ২টি রামদা, ১টি ছুরি, ১১ রাউন্ড কার্তুজ ও দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।
র্যাব কর্মকর্তা আরও জানান, নিহত মো. আলমগীর ওরফে আলমের বিরুদ্ধে বাঁশখালী ও চট্টগ্রামের কয়েকটি থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৯টি মামলা রয়েছে।
সান নিউজ/এমএইচ