নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য খন্দকার মোশাররফ হোসেনের এপিএস এএইচএম ফুয়াদকে গ্রেফতার করেছে পুলিশ। ফরিদপুরের পুলিশ সুপার মো.আলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি গণমাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও তদন্ত জামাল পাশা। এর আগে মঙ্গলবার রাতে ফুয়াদকে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জামাল পাশা জানান, খন্দকার মোশাররফ হোসেনের এপিএস ফুয়াদের বিরুদ্ধে ২০০০ কোটি টাকার অর্থ পাচার মামলা ছাড়াও মানি লন্ডারিং, হত্যাসহ আটটি মামলা রয়েছে। এছাড়া ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুরের মামলারও আসামি তিনি। এর মধ্যে সাতটি মামলায় অভিযোগপত্র দায়ের করা হয়েছে।
জামাল পাশা বলেন, এইচএম ফুয়াদ দীর্ঘ প্রায় ১০ বছর যাবৎ হাতুড়ি বাহিনী, হেলমেট বাহিনী গঠন করে চাঁদাবাজি, পাসপোর্ট অফিস, বিভিন্ন হাট-বাজার ইজারা নিয়ন্ত্রণ ভূমি দখল করে অবৈধ সম্পদ অর্জন করেছেন।
তিনি আরও বলেন, ২০১৫ সালের ১৫ ই জুন বাসস্ট্যান্ডে ছোটন হত্যা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং আজকে তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।
প্রসঙ্গত, এএইচএম ফুয়াদ জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ছিলেন। তিনি ২০২০ সালের ৭ জুন ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান শুরু হলে তিনি আত্মগোপন করেন । দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপন করেছিলেন।
সান নিউজ/এমকেএইচ